আস্সালামু আলাইকুম ।কেমন আছেন সবাই । আজ আপনাদের সাথে শেয়ার করবো কি করে রবি সিম দিয়ে এন্ড়্রোয়েড এ সকল সফটওয্যার ফ্রি চালানো যায় ।
অনেকেই মনে করতে পারেন এইটা আগের পোস্ট । হা এইটা আগের পোস্ট কিন্তু সফ্ট্যয়ার টা update করা...
আগের টা থেকে এটায় ভাল স্পিড পাবেন।
প্রথমে একটা কন্ফিগারেশন তৈরি করুন ।
Name:itpagla
APN: internet
proxy: কিছু লাগবেনা
port: কিছু লাগবেনা
এবার *8444*00# ডায়াল করে 100MB Facebook
Pack কিনুন ।
এবার নিচের থেকে Apps টা
ডাউনলোড করুন । ডাউনলোড শেষ হলে ইন্সটল করে ওপেন করুন। Tunnel Whole Device এ ক্লিক করুন। I truste this application এ টিক দিয়ে অকে করুন। Psiphon server কানেক্টিং হবে এবার কিছু সময় অপেক্ষা করুন সার্ভার কানেক্টেড হবে। P আইকনটা লাল থেকে নীল হয়ে যাবে । ব্যাস এবার এটা মিনিমাইজ করে সকল সফটওয়্যার ফ্রি চালান । এ ক্ষেত্রে 100MB খরচ হয়ে গেলে ওই দিন আর চালাতে পারবেন না । তখন প্যাকেজ কেটে দিয়ে আবার প্যাকেজ কিনবেন।
ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
বি:দ্র:শুধু তাদের জন্য যাদের জানা নেই
+ মন্তব্য(গুলি) + 2 মন্তব্য(গুলি)
Kub Valo.
Nice
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।