কম্পিউটারের যত্ন নিন মাত্র ৫.৩এমবি অ্যাপ্লিকেশানের মাধ্যমে

কম্পিউটারের যত্ন নিন মাত্র ৫.৩এমবি অ্যাপ্লিকেশানের মাধ্যমে

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তালার রহমতে সবাই ভালো আছেন।

ব্যক্তিগত কমপিউটার ব্যবহারকারিরা প্রায় সবাই  নিজের পিসি'র  যত্ন নিতে চেষ্টা করেন, আমার টিউনটি তাদের জন্যই।
আমি অনেক ডেক্সটপ অ্যাপ্লিকেশান  ব্যবহার করেছি, কিন্তু সবচেয়ে আকারে ছোট কিন্তু বিভিন্ন ধরনের কাজে দক্ষ এরকম একটা অ্যাপ্লিকেশান বা  সফটওয়্যার আজ আপনাদের সাথে শেয়ার করছি।
ক্লিক করে ডাউনলোড করুন

@অ্যাপ্লিকেশানটির নামঃKingsoft PC Doctor
@অ্যাপ্লিকেশানটির আকারঃ5.3 Megabytes
@অ্যাপ্লিকেশানটির বিশেষ বৈশিষ্ট্য সমুহঃ

১. অ্যাপ্লিকেশানটি চালু করেই  'Quick Care'  বাটনের সাহায্যে ১ ক্লিকেই দ্রুত  পিসির আবর্জনা ও সমস্যা সমুহ চিহ্নিত করা এবং  'Fix All'  বাটনের সাহায্যে সেগুলো দ্রুত  পরিস্কার ও সমাধান করা  যায় ।
২.Startup Booster'  এর সাহায্যে পিসি'র অপারেটিং সিস্টেম চালু হবার সাথে যেসব অ্যাপ্লিকেশান/সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেগুলো বন্ধ বা পুনরায় চালু করা যায় ।
৩. Uninstaller'  এর সাহায্যে পিসিতে ইন্সটল করা প্রোগ্রামগুলো খুব সহজেই আনইন্সটল করা যায় ।
৪. System Booster'  এর সাহায্যে সাময়িকভাবে র‍্যামের গতি বাড়ানো যায় ফলে পিসি'র গতি সাময়িকভাবে বেড়ে যায় ।

**একনজরে 'Kingsoft PC Doctor' এর সকল সুবিধা সমুহঃ

OneKey PC Diagnosis, OneKey Optimizer, My Startup, Startup Booster, History, Junk Cleaner, Privacy Cleaner, Registry Cleaner, Large Files, Uninstaller, Traffic Monitor, System Booster,  Settings .

!অ্যাপ্লিকেশানটি ডাউনলোডের ঠিকানাঃ


ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
বি:দ্র:শুধু তাদের জন্য যাদের জানা নেই


Share this article :

Comment here

প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।