যো কোন (সালঃ ০০০১-অসীম)তারিখের বার বলু!ন১০০% সঠিকভাবে_১
ইংরেজি ক্যালেন্ডারের তারিখ দেখে বার বলে দেয়া সত্যিই একটা আশ্চর্যের বিষয়।কিন্তু সহজ কিছু সুত্র ব্যবহার করে অতি সহজেই মনেমনে হিসাব করে বার বলে দিয়ে বন্ধুমহলের মন জয় করা এখন খুবই সহজ।
এর জন্য প্রয়োজন অল্প কিছু সুত্র এবং ৪ ও ৭ এর ঘরের নামতা মুখস্থ রাখা।যথেষ্ট অনুশীলনে বার বলে দিতে প্রয়োজনীয় সময় কমে আসবে ইনশাআল্লাহ্।
এখন আপনি নিজে একজন জীবন্ত ক্যালেন্ডারে পরিনত হয়ে যাবেন।অর্থাৎ আপনি ০০০১-অসীম সাল পর্যন্ত যে কোন সালের যে কোন তারিখের বার বলে আপনার বন্ধুদের মাঝে প্রভাব বিস্তার করতে পারবেন অনায়াসে। আজ আপনাদের সাথে ৭টি ধাপের ১টি বর্ণনা করব। কারন একবারে সবগুলো লিখলে আপনারা গুলিয়ে ফেলবেন। শেষে দোষ আসবে আমার ঘাড়ে, বলবেন আমি উল্টাপাল্টা বকছি।
প্রত্যেকদিনেরটা প্রত্যেকদিন নিজে নিজে অনুশীলন করার অনুরোধ রইলো।
।১।
প্রশ্নকারী/চ্যালেঞ্জকারী কর্তৃক প্রদত্ত সাল ভালোভাবে স্মরণে রাখুন।সালের শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা (০,২৮,৫৬,৮৪) এর মধ্যে যে সর্বোচ্চ সংখ্যার বড় সেটি বিয়োগ করে ৪ দ্বারা ভাগ করুন। ভাগফলটি দশমিকের আগ পর্যন্ত স্মরণে রাখুন। সংখ্যাটি সালের শেষ দুটি অঙ্কের সাথে যোগ করুন। এবার প্রাপ্ত সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ধারন করুন।
কমেন্টে অনুভূতি জানিয়ে পরের ধাপগুলো লিখতে অনুপ্রেরণা প্রদান করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।।
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।