এদের প্রতারনার শিকার হয়েসেন এরকম অনেক আছে ।এইতহ সেদিন ই আমার এক বন্ধু স্যামসাং গালাক্সি এস ৫ কিনে ধরা খেল । ২৫০০০ টাকা ধরা খেয়েছে ।
আপনাকে যাতে আর ধরা খেতে না হয় সে জন্যই আসলে এই টিউনটি করা ।
কীভাবে বুজবো যে আমার ফোনটা আসল ?
প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো।আপনার ফোনের IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে

তারপর CHECK এ ক্লিক করুন।
অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে।(নিচের ছবির মতো)

Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির IMEI দিলে কিছু আসবে না।

আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন । :)
+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)
অসাধারন একটি ট্রিকস। ধন্যবাদ এমন একটি টিরিক্স প্রকাশ করার জন্য।আসলে প্রত্যেকের সচেতন হওয়া উচিত ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা টিপস্ পেয়েছিলা এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে>http://muktomoncho.com/archives/854
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।