
আমি এনিমেশন নিয়ে অনেক টিউন করেছি এবং এনিমেশন শিখা আমার থেকে অনেক ভাল লাগে আর শিখতে শিখতে অনেক গুলো টিউন হয়ে গেল এনিমেশন এর, আগের মত আর পিসিতে সময় দিতে পারি না, না হলে এনিমেশন নিয়ে আরো অনেক গবেষনা করে আরো কয়েকটি টিউন করতে পারতাম, আর সবাই আমার জন্য দোয়া করবেন যে আপনাদের আমি ভাল ভাল টিউন উপহার দিতে পারি। তাই আজ গুগ্ল মামার কাছে এনিমেশন লিখে সার্চ দিয়ে ভাল ১টা এনিমেশন সফট পেলাম ! যা দিয়ে আমরা যা লিখবো তা আবার এনিমেশন আকারে সেভ করে দেখা যাবে।
আমি প্রথমে কাজ করে দেখলাম ভাল লাগল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনিও ব্যবহার করে দেখুন মজা
পাবেন।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনোড করে নিন, তারপর অন্যান্য সফট এর ন্যায় পিসিতে ইন্সটল দিন,তারপর চালু করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।

এবার Record বাটনে ক্লিক করুন।
তারপরযে কোন ১টি নাম দিয়ে সেভ করুন, পরে এনিমেশনটি দেখার জন্য।

এবার আপনি যা কাজ করবেন সব রেকর্ড হবে, আর এই রেকর্ড জিপ আকারে সেভ হবে। পরে আপনি যে কাউকে এই দিলে সে অতি সহজে কাজটুকু বুঝতে পারবে।
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।