পিসি ও এন্ড্রয়েড অথবা আইফোনে ফাইল শেয়ার খুব সহজেই কোন রকমের ঝামেলা ছারাই(updated)


















আমরা অনেকেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার এ ফাইল শেয়ার অথবা এন্ড্রয়েড থেকে আইফোন এ ফাইল শেয়ার করতে পারি নাহ।

কিন্তু আপনি এই অ্যাপটির সাহায্যে এখন থেকে সহজেই এসব করতে পারবেন ।তাই দেরি নাহ করে এখুনি ডাউনলোড করে নিন এই অ্যাপটি ।
                                                               

Click here to Download

তারপর আপনার ফোন ও পিসিতে এই অ্যাপটি  ইন্সটল করুন।তারপর রান করুন।

ফাইল ট্রান্সফারের সময় জামেলা হলে ইন্টারনেট কানেকশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে নিবেন।

এই পদ্ধতিতে ১ জিবি আকারের ফাইল পাঠাতে ১০-১২ মিনিটের মত সময় লাগে।

ফাইল ট্রান্সফারের সময় অবশ্যই ফোন দুটি কাছাকাছি রাখবেন।আর যেকোন সমস্যার জন্য কমেন্ট করতে ভুলবেন না। 

Share this article :

Comment here

প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।