কম্পিউটারে শর্টকাট ভাইরাসমুক্ত করুন কোন সফটওয়্যার ছাড়াই!
আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১.RUN এ যান।
২.wscript.exe লিখে ENTER চাপুন।
৩.Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১.কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২.PROCESS ট্যাবে যান।
৩.এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪.End Process এ ক্লিক করুন।
৫.এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬.সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭.wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮.যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯.এখন RUN এ যান।
১০.wscript.exe লিখে ENTER চাপুন।
১১.Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস আপনার কম্পিউটাটি এখন শর্টকাট ভাইরাসমুক্ত।
Related Articles
- আপনি যদি হন একজন বিকাশ অথবা মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী তবে খাতা কলম বাদ দিয়ে সফটওয়্যার দিয়ে চালান আপনার ব্যবসা (ফুল ভার্সন ফুল ফ্রী)
- মুছে ফেলুন যেকোনো কিছু!দারুণ একটি ফটো এডিটিং সফট!
- আবারো অস্থির স্পিডে জিপি দিয়ে পিসিতে ফ্রী নেট চালন
- ৫টি ওয়েলকাম টিউন+১ মাসের সার্ভিস চার্জ ফ্রি নিয়ে নিন (জিপি)
- এবার দুই বা ততোধিক পিসিতে একই সাথে একই মুভি দেখুন জমিয়ে!
- যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন সহজেই
লেবেলসমূহ:
টিপস এন্ড ট্রিকস
+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)
সুপার ভাই।
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।