আগে সফটওয়্যারটি দেখুন পরে ডাউনলোড করুন।এজন্য সিরিয়াল সহ ডাউনলোড লিংক পোষ্টের সর্বশেষে দেওয়া আছে।
তো আসুন শুরু করি।
নিজের ছবি দুটোকে দেখুন:
এখানে দেখছেন উইন্ডোজের লোগো সম্বলিত একটি ওয়ালপেপার
আর এখানে সেই ছবিকেই দেখছেন কিন্তু এর মধ্যে কিছু কিছু নাই বলে মনে হয়, তাই না?
হা হা হা এখানে তো লোগোটাই নেই!!!লোগোটা আজকের সফটওয়্যার এর মাধ্যমে নিখুঁত ভাবে “গুম” (!)হয়ে গেছে।
এখন তাহলে বুঝতে পারছেন যে আজকের সফটওয়্যার এর কাজ টা কি। আর এ কাজ টা ফটোশপেও করা যায় তবে সেটা একটু কঠিন ঘষামাজার কাজ!
এখন কিভাবে কাজটা করলাম সেটাই দেখাচ্ছি।
Steps:
১।প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। সিরিয়াল চাইবে।টিউনের নিচ থেকে সিরিয়ালটি কপি-পেষ্ট করে নিয়ে ফুল ভার্সন একটিভ করুন।
২।একটি ছবি ওপেন করুন।


ছবিটি ওপেন করার পর সিলেক্ট অপশন থেকে পলিগন টি নির্বাচন করুন।এতে আপনি মাউসের সাহায্যে ছবির “গুম” করার অংশটুকু সিলেক্ট করতে পারবেন।
আর রেক্টেনগল দ্বারা চতুর্ভূজ আকৃতির সিলেক্ট শন তৈরি হবে।
৩।এখন মাউসের বাম বাটনের সাহায্যে লোগোটির চারপাশে সুন্দর করে একটি সিলেক্টশন তৈরি করুন (যেহেতু এখানে আমি লোগোটাকে বাদ দিবো তাই লোগোকে সিলেক্ট করলাম।

৪।সিলেক্টশনটি সম্পূর্ণ হলে একটি বড় মাপের সিলেক্টশন তৈরি হবে।

৫।সর্বশেষে আপনাকে Inpaint অপশন থেকে Run কমান্ডটি প্রেস করতে হবে।

এরপর নিজেই দেখুন ম্যাজিকটা।লোগোটি (সিলেক্টকৃত অবজেক্ট)আসতে আসতে ছবির সাথে নিখুঁত ভাবে “গুম” হয়ে যাবে।

“গুম”হওয়ার প্রসেস আপনি সফটওয়্যারটির সর্বনিচে দেখতে পারবেন।

প্রসেস এর স্পিড নির্ভর করবে ছবির রেজুলেশন এবং আপনার পিসির গতির উপর।
এরপর লোগোটি “গুম” হলে ফাইলটি সেভ করুন।
বিকল্প ধাপসমূহঃ
এই ধাপসমূহ Inpaint 6.0 বা নতুন সংস্করণের জন্য প্রযোজ্য।
#একটি ছবি ওপেন করুন।

#এবার মাউসের সাহায্যে ছবিটির যে অংশ মুছে ফেলতে চান সেটি সিলেক্ট করুন। একটি লাল রংয়ের বৃত্ত আকঁবেন

#এবার Erase বা কিবোর্ড থেকে F5 চাপুন

#ছবির সিলেক্টকৃত অংশ মোছার কাজ চলছে!

বাহ!মুছে গেলো!

সিরিয়ালঃ
MHYUPABVLBRMHGHPYUGKSVIREEWTFVPB
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।