অনলাইনে ইমেজ আপলোড এবং হোস্টিং করার সেরা ফ্রি সাইট!!!(রিভিউ)


নানা কাজে বেকাজে অনলাইনে ইমেজ আপলোডের প্রয়োজন পড়ে।এর জন্য রয়েছে পকেটের টাকায় কেনা নিজস্ব হোস্টিং অথবা কোন ফ্রি ইমেজ হোস্টিং সাইট।কাজ হলে তো নিজস্ব হোস্টিং সাইটেই ইমেজ আপলোড দিতে পারেন কিন্তু অকাজের হলে? এর জন্য তো ফ্রি রাস্তা খোঁজা ছাড়া অন্য কোন উপায় নাই! আবার সবার তো নিজের হোস্টিংও নাই। তাই হোস্টিং আপাতত দশ হাত দুরে রাখি এতে টাকা পয়সার মামলা পোস্টে ঠাই পাবেনা। আমরা এখন ফ্রি মাল থুক্কু ফ্রি ইমেজ হোস্টিং নিয়ে কথা বলব আর কি। শিরোনামেই সাইটটির নাম বলতে চেয়েছিলাম। তবে শুধু চমকের জন্যই লিখলাম না। সাইটটি আমাদের সবার পরিচিত কিন্তু অনেকেই সামান্য মাথা খাটানোর অভাবে সেটিকে কাজের মতো কাজে লাগাতে পারিনা। যারা নতুন বা যাদের মাথায় এখনও ব্যাপারটি ঢুকেনি তাদের মাথায় ঢুকানোর জন্য লিখছি। অবশেষে বলতে যাচ্ছি সেই পরিচিত সাইটটির নাম। সেটি আর কোন সাইট নয়।আমাদের প্রিয় "ব্লগস্পট"! হ্যাঁ, সবাই তো ব্লগস্পটে ব্লগিং করেন, ইমেজ আপলোড দেন।কিন্তু অন্যান্য অনেক জায়গাতেই ইমেজ দেখাতে কাজে লাগাতে পারেন এই ব্লগস্পট।
অনলাইনে ইমেজ আপলোড এবং হোস্টিং করার সেরা ফ্রি সাইট !!! (রিভিউ)
নানা কাজে বেকাজে অনলাইনে ইমেজ আপলোডের প্রয়োজন পড়ে।এর জন্য রয়েছে পকেটের টাকায় কেনা নিজস্ব হোস্টিং অথবা কোন ফ্রি ইমেজ হোস্টিং সাইট।কাজ হলে তো নিজস্ব হোস্টিং সাইটেই ইমেজ আপলোড দিতে পারেন কিন্তু অকাজের হলে? এর জন্য তো ফ্রি রাস্তা খোঁজা ছাড়া অন্য কোন উপায় নাই! আবার সবার তো নিজের হোস্টিংও নাই। তাই হোস্টিং আপাতত দশ হাত দুরে রাখি এতে টাকা পয়সার মামলা পোস্টে ঠাই পাবেনা। আমরা এখন ফ্রি মাল থুক্কু ফ্রি ইমেজ হোস্টিং নিয়ে কথা বলব আর কি। শিরোনামেই সাইটটির নাম বলতে চেয়েছিলাম। তবে শুধু চমকের জন্যই লিখলাম না। সাইটটি আমাদের সবার পরিচিত কিন্তু অনেকেই সামান্য মাথা খাটানোর অভাবে সেটিকে কাজের মতো কাজে লাগাতে পারিনা। যারা নতুন বা যাদের মাথায় এখনও ব্যাপারটি ঢুকেনি তাদের মাথায় ঢুকানোর জন্য লিখছি। অবশেষে বলতে যাচ্ছি সেই পরিচিত সাইটটির নাম। সেটি আর কোন সাইট নয়।আমাদের প্রিয় "ব্লগস্পট"! হ্যাঁ, সবাই তো ব্লগস্পটে ব্লগিং করেন, ইমেজ আপলোড দেন।কিন্তু অন্যান্য অনেক জায়গাতেই ইমেজ দেখাতে কাজে লাগাতে পারেন এই ব্লগস্পট।

বিশ্বস্ততাঃ কেন ব্লগস্পট -কে বিশ্বাস করবোনা বলেন?বিশ্বাস করবো এই কারনেই যে ব্লগস্পট আমাদের প্রতিটা পাবলিকের প্রান প্রিয় সাইট গুগলের অন্তভুক্ত। অর্থাৎ ব্লগস্পট হলো গুগলের মালিকানাধীন। আর অনলাইনে বিশ্বাসের মাপামাপি করলে তো গুগলকেই সবার আগে স্থান দিতে হবে।নাকি? আর গুগলের প্রতিটা প্রোডাক্ট বা সার্ভিসের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলার মতো সাহস বা ইচ্ছে আমার নাই।

আনলিমিটেড ডিস্ক স্পেসঃআসলে আনলিমিটেড বলাটা মূলত ভুলই হয়ে গেল। এখানেও সীমাবদ্ধতা থাকলেও আমি সেটাকে সীমাবদ্ধতা বলব না। একটি জিমেইল আইডি দিয়ে আপনি ১০০ টি ব্লগ খুলতে পারবেন। আর ১ টি ব্লগে ১ জিবি ইমেজ আপলোড দিতে পারবেন। তাহলে কত হলো? হিসেবে দাড়ালো ১০০ জিবি অর্থাৎ ১০২৪০০ মেগাবাইট জায়গা যাতে আপনি ফ্রি ইমেজ আপলোড দিবেন।তারপর আসি আরকটা জিমেইল একাউন্ট সম্পর্কে। মাশাল্লাহ, আমাদের কারো কম জিমেইল আইডি নাই।তাই বলি কি আগে এই লাখ খানেক ইমেজ হোস্টিং শেষ করেন তারপর নাহয় আরেকটা জিমেইল আইডি দিয়ে লগিন করে সেটা ডাবল করে নিবেন!!!সবশেষে এটাকে আনলিমিটেড বলা ছাড়া আর কি বলব?

আনলিমিটেড ব্যান্ডউইথঃ বিশেষণ লাগানোর প্রয়োজন নেই। এক কথায় ব্লগস্পটে নেই কোন ব্যান্ডউইথ লিমিটেশন।সো নো টেনশন ডু ফুর্তি।

এখন আসি কিভাবে ব্লগস্পটে ইমেজ আপলোড করে সেটাই লিংক পাবো?আশা করি সবারই ব্লগস্পট ব্যবহারের অভিজ্ঞতা আছে।তাই অল্প কথায় বলার চেষ্টা করছি।ইনশাল্লাহ বুঝতে সমস্যা হবেনা।
প্রথমে ব্লগে একটি New Post  খুলুন।
এখন Insert Image  আইকনে ক্লিক করে যথানিয়মে কম্পিউটার থেকে ইমেজ আপলোড করুন।
এখন  আপনি Compose Mode এ আছেন। তাই ইমেজের লিংকটা পেতে HTML Mode  এ যান। তারপর ইমেজের লিংক দেখতে পাবেন। নিচের স্ক্রিনশটটা লক্ষ্য করুন তাহলেই সেইরাম পরিষ্কার হয়ে যাবে। আরও পরিষ্কার করি। ইমেজের লিংক সাধারনত দেখতে অনেকটা এরকম হবেঃ https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi51e8oF6Q7daq1BYWDxZSI9gDY28z_C1nDtz17q1clLIOHlfdjnV4_YrLI25Ip6LnxpyxPQliR3DqslGKHr8qZGHWsmGRVnf6EbOyeJOwhGgOY_kfRkRlABO5DE0-WWC4eNsUX-0kzYHli/s1600/Bliss-Windows-XP.png
অনলাইনে ইমেজ আপলোড দেয়ার সেরা ফ্রি সাইট !!! (রিভিউ)

এইতো হয়ে গেল ফ্রি ইমেজ হোস্টিং।ইমেজ লিংক এখন অনলাইনে যেকোথাও ব্যবহার করতে পারেন। যেমন লক্ষ্য করে থাকবেন বাংলাদেশী মিউজিক ডাউনলোড সাইটগুলোতে ইমেজগুলো নিজেদের হোস্টিং এ আপলোড না দিয়ে বিভিন্ন এরকম আপলোডিং সাইটে আপলোড করেন। কারণ তো বুঝে গেছেন নাকি? না বুঝলে আবারো বলি।ওই যে নিজের হোস্টিং এ আপলোড দিলেই তো পকেটের পয়সা যাবে তাই আর কি। হাহাহা..।



Share this article :

+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)

Rony
বুধবার, ০৫ নভেম্বর, ২০১৪

খুব কাজে লাগলো
Thank You.

Comment here

প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।