File Transfer করার জন্য অ্যান্ড্রয়েডের(Android) জন্য অনেক অ্যাপই(App) তৈরী করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আধুনিক Any Share- কেই বলা যায়। কারণ এর রয়েছে অনেক আধুনিক সুবিধা। আবার এ যাবৎ যত অ্যাপ(App) তৈরী করা হয়েছে সেগুলোর PC Version- ও তৈরী করা হয়নি।Windows PC ব্যবহার করে সহজেই PC থেকে অ্যানড্রয়েড ফোনে(Android Phone) অথবা অ্যান্ড্রয়েড ফোন(Android Phone) থেকে Windows PC’তে শেয়ার করা যাবে।Any Share-এর Windows Version টি অ্যান্ড্রয়েড ফোনে বা পিসি থেকে অ্যান্ড্রয়েড ফোনে File Send অথবা Receive করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবেঃ
১.অবশ্যই সেটি Laptop হতে হবে এবং WiFi Connection চালু রাখতে হবে, তবে কোন Data চার্জ করবে না
২.Software টি ডাউনলোড করার পর Install করে চালূ করুন, যে ফোনে File Share করতে ইচ্ছুক ফোনে ইনস্টলকৃত অ্যানি শেয়ার অ্যাপটি(App) ওপেন করে‘Connect To PC’ অপশনটি চালু করুন
৩.যে ফাইলটি Share করতে চান সেটি Any Share থেকেই Select করুন এবং Send করুন। Windows PC থেকে শেয়ারের ক্ষেত্রে সফটওয়্যারটি Open করে `Drag File To Box’ অপশনটিতে ড্র্যাগ করে ফাইল Select করা যাবে অথবা Select Files- এ ক্লিক করেও ফাইল সিলেক্ট করা যাবে,
৪.ফাইল সিলেক্ট হয়ে গেলে Next Button ক্লিক করুন,
৫.Please Select-এ রিসিভার অংশে ফোনের Model Number অথবা নাম দেখাবে,ব্যাস হয়ে গেল।

Android Version ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Windows Version ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Iphone Version ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করার নিয়মঃ

প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।