আসসালামু আলাইকুম! ঈদ মুবারক! অগ্রিম ঈদ মুবারক জানায়ে রাখলাম আর সবারই ঈদের দাওয়াত রইলো।যাই হোক, কাল ঈদ তাই ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করে আপনাদের হালকা পাতলা মজা দিতে পারি কিনা। কোরবানির ঈদ তাই তেমন কেনা কাটা-ও করা হয়নাই। তবুও মার্কেটে গিয়েছিলাম কিছু কিন্তে। যাই হোক এখন আমি আপনাদের সাথে অসাধারণ একটি এন্ড্রয়েড Software শেয়ার করব। আজকে আমি এই Softwar নাম শুনে তো অবাক হয়ে গিয়েছিলাম। নাম শুনেই অবাক তো বুঝেন! আপনারা ডাউনলোড করে মজা নেনএটা ডাউনলোড করার আগে নামটা শুনে নেন। আপনারা হয়ত এই এপটি এর আগেও নিতে পারেন তবে আমার মনে হয় অনেকেই এই এপটি চিনেননা। আর চিনলেও হয়ত গুরুত্ত দেন নি তেমন। এতো কথার দরকার নাই আপনারা ডাউনলোড করুন আর উপভোগ করুন মজা।আর এটার কাজ সম্বন্ধে কিছুই বলতে হবেনা। এটা অপেন করলেই বুঝবেন
Software Name:Dog Translator.Apk

আশা করি Softwareটি আপনাদের ভালো লাগবে। আমার তো মাথা নষ্ট। তো ভালো থাকবেন।
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।