নিয়ে নিন আপনার টাস্কবারের জন্য সুন্দর একটি মজার ঘড়ি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অত্যন্ত সুন্দর  ঘড়ি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপদের অনেক ভালো লাগবে।

ব্যবহার করতে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজঃ মাত্র ৬৫০ কেবি।
তারপর অন্য সফটওয়ারের নিয়মে ইন্সটল করুন
তাহলে ডেস্টপে নিচের মত একটি আইকন দেখতে পাবেন। এখানে ডাবল ক্লিক করুন।

এখান থেকে ইচ্ছামত ঘড়ি নেওয়া যাবে এবং মাউস এর রাইট বাটন ক্লিক করেRandom Skin এ ক্লিক করুন প্রতিবার ক্লিক করার সাথে সাথে একটি করে স্কিন পরিবর্তন হবে এবার আপনার ইচ্ছামত একটি স্কিন নির্বাচন করে রেখে দিন।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।




Share this article :

+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)

বুধবার, ০৮ অক্টোবর, ২০১৪

সুন্দর

Comment here

প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।