আজ আর কোন বড় টিউন নিয়ে নয়, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সকল সিমের জন্য প্রতিদিনের অফার এর কোর্ড আর কিবোর্ডের সাহায্যে কিভাবে ×গুন এবং ÷ ভাগ চিহ্ন দিতে হয় তার নিয়মঃ

আমরা অনেকে অংক প্রশ্ন টাইপ করার সময় ×গুন - (÷ ভাগ) এই দুটি চিহ্ন খুজে পাইনা Symbol এ খুজতে অনেক সময় লেগে যায় কিন্তু আপনি যদি কি-বোর্ড Shortcut কাজ জানেন তাহলে ×গুন - (÷ ভাগ) চিহ্ন লেখা আপনার জন্য কোন ব্যাপার না আর অযথা সময় নষ্ট হবে না।

১।(×গুন)এর জন্য= কি বোর্ড থেকে Alt+0215 চাপুন। ২। (÷ ভাগ) এর জন্য = কি বোর্ড থেকে Alt+0247 চাপুন। আর সকল সিমের প্রতিদিনের অফার জানতে ডায়াল করুন-
১। রবি-*999#
২। গ্রামীনফোন-*444*1*2#
৩। এয়ারটেল-*222* 1#
৪। বাংলালিংক-*7323#
প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।