যেকোনো ছবিকে বদলে ফেলুন স্কেচে!!

যেকোনো ছবিকে বদলে ফেলুন স্কেচে!!


আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তালার রহমতে সবাই ভালো আছেন।

যে সফটওয়্যার নিয়ে আলোচনা হবে তার নাম XnSketch. পিসির জন্য। এর মাধ্যমে আপনি যেকোনো ছবিকে স্কেচে বদলে ফেলতে পারবেন। এছাড়াও এর অনেক চোখ ধাঁধানো ইফেক্ট রয়েছে।যেকোনো ছবিকে সাদা কালো, কার্টুন ইত্যাদিতে পাল্টাতে পারবেন। আর যাই করেন না কেন প্রতিটা ছবি হবে স্কেচ। যেন আপনি ছবিটি নিজ হাতে এঁকেছেন বা রং করেছেন!!!! এর কিছু স্ক্রীনশট দেখি-


তো তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন । এতে ইন্সটল এর কোন ঝামেলা নেই। এক্সট্রাক্ট করলেই হল। এর কোন টিউটোরিয়াল দেয়ার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। শুধু ওপেন করুন, ইচ্ছা মতো ইফেক্ট দিন আর সেভ করুন। ব্যাস! কাজ শেষ।
এখান থেকে

ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
বি:দ্র:শুধু তাদের জন্য যাদের জানা নেই


Share this article :

Comment here

প্রিয় পাঠক,পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন।যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন Bappi917@gmail.com ঠিকানায়।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আপনাকে অসংখ্য ধন্যবাদ।